মহেশপুর থানার ওসি ও এসআই’র বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে মামলা

শাদা পোশাকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশের চাঁদা আদায় : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শাহিন ও এসআই হাফিজের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে অর্থবাণিজের মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার হাসাদাহ গুচ্ছগ্রামের বাসিন্দা বেদানা খাতুন এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের ওপর তদন্তভার দেয়া হয়েছে।
মামলার বিবরণসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রাম থেকে পিংকি মিয়ার ছেলে যুবক মোশারেফ হোসেনকে গত ৪ জানুয়ারি বিকেলে শাদা পোশাকে মহেশপুর থানা পুলিশের এসআই হাফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে এসআই হাফিজ মোশারেফকে ছেড়ে দেয়া বাবদ পরিবারের কাছে মোবাইলফোনে ১ লাখ টাকা দাবি করেন। পরিবার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় দু দিন থানায় আটকে রেখে মোশারেফের ওপর শারীরিক নির্যাতন করে পুলিশ। দু দিনেও তাকে আদালতে সোপর্দ না করে অর্থ আদায় নিয়ে পরিবারের সাথে দরকষাকষি করতে থাকে পুলিশ। এক পর্যায়ে ৫ জানুয়ারি রাতে মোশারেফের মা বেদেনা খাতুন এসআই হাফিজের সাথে মহেশপুর থানায় দেখা করেন এবং দাবিকৃত ৭০ হাজার টাকা দিয়ে ছেলেকে থানা থেকে ছাড়িয়ে আনেন। ওই দিন রাতে মোশারেফকে অসুস্থ অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এজাহারে ৪৪৮, ৩৬৪, ৩০৭, ৩৮৫, ৩২৩, ৫০৬ ও ৫০৬ (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. এসএম সাইদুজ্জামান গনি টোটন ও হুমায়ুন কবীর মামুন।