চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নব-নির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনুকে সংবর্ধনা

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনুকে সংবর্ধনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নব-নির্বাচিত মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, মীর মোহর, বিশিষ্ট হাটব্যবসায়ী পল্লি বিদ্যুতের ৪ এলাকা পরিচালক খলিলুর রহমান, হাটব্যবসায়ী আশাদুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রতন, নবনির্বাচিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা আহমেদ, আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন। পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আনোয়ার হোসেনর পরিচালনায় আওয়ামী লীগ নেতা মজিবুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আ. কুদ্দুস, আমিরুল, সহসম্পাদক আকুল, সাংগঠনিক সম্পাদক আ. হান্নান, প্রচার সম্পাদক জিনারুল, ক্যাশিয়ার শাহাবুল ইসলাম, সদস্য রাসেল, রবিউল, সাবেক সম্পাদক আনিসুজ্জামান মালিথা, মাইক্রো ড্রাইভার সমিতির সভাপতি শেখ রঞ্জু, ইসলাম, ওহাব, আলী, সোহাগ, হেলাল, জামাল, যুবলীগ নেতা জীবন সোবহান প্রমুখ।

Leave a comment