গেইলের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস গেইলের বিরুদ্ধে এক মহিলার সাথে অশোভন আচরণের অভিযোগ তুলেছে ফেয়ারফ্যাক্স মিডিয়া। মানহানির অভিযোগে উল্টো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই মারমুখি ব্যাটসম্যান। ফেয়ারফ্যাক্সের দাবি, গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় গেইল সিডনিতে এক মহিলার সামনে অশোভনভাবে নিজেকে উন্মুক্ত করেছিলেন।
গত সোমবার বেলেরিভ ওভালে বিগ ব্যাশ লিগের ম্যাচ চলাকালে চ্যানেল টেনের এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার সময় ‘আপত্তিকর’ মন্তব্য করায় মেলবোর্ন রেনেগেইডসের গেইলকে নিয়ে সমালোচনার মধ্যেই নতুন এ অভিযোগ উঠলো।
ওই ঘটনার পর গেইলকে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে তার দল রেনেগেইডস। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানান, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আরও বড় শাস্তি পেতে হবে ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটসম্যানকে। গেইলের ম্যানেজার সাইমন আউটেরি এক বিবৃতিতে জানান, ফেয়ারফ্যাক্স সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগটি গেইল জোরালোভাবে অস্বীকার করেছেন।