কাজী আরেফসহ ৫ জনের স্বজনদের প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার: কাজী আরেফ আহমেদের সহধর্মিনী ঢাকায় অবস্থানকারী বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি রওশন জাহান সাথী বলেন, আদালতের রায়কে সম্মান জানিয়ে বলতে চাই, এত বড় হত্যা দেশ, সমাজ ও রাজনীতিতে অনেক বড় ক্ষত সৃষ্টি করেছে। একজন বড় সংগঠক, সৎ রাজনীতিবিদের এমন নৃশংস হত্যা রাজনীতিকে অনেক পিছিয়ে দিয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড না ঘটলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে আমরা আরো অনেকদূর এগিয়ে যেতে পারতাম।
বহু প্রতিক্ষিত এ রায় কার্যকর হচ্ছে এমন সংবাদে নিহতের পরিবার ও জেলার বিভিন্ন মহল নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নিহত জাসদ নেতা এয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশো জানান, আমার পিতাসহ যারা সেদিন নির্মমভাবে হত্যা হয়েছিলো তাদের খুনিদের ফাঁসি কার্যকর হবে জানতে পেরেছি। এ খবরে আমরা খুব খুশি। ফাঁসি কার্যকরের মধ্যদিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করছি। তবে এ রায় আরো আগে কার্যকর হওয়া উচিৎ ছিলো।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জানান, একজন নিঃস্বার্থ প্রচার বিমুখ নেতা ছিলেন কাজী আরেফ। সন্ত্রাস ও সম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলো তার। তাঁকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মহামান্য আদালত কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের মাধ্যমে সমগ্র দেশবাসী তথা কুষ্টিয়াবাসীও কলঙ্কের দায় মুক্ত হবে।