সড়কে গাছ ফেলে ঢাকাগামী কোচে ডাকাতি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের ব্রিজমোড়ের অদূরবর্তী বাঁশবাগানের নিকট ভোরে রাস্তায় গাছ ফেলে চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার ভোর আনুমানিক পৌনে ৬টায় আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া চুয়াডাঙ্গা ডিলাক্স ডাকাতির কবলে পড়ে।
জানা গেছে, আলমডাঙ্গা থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে ৩জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। গাড়িটি খুদিয়াখালী পার হয়ে ব্রিজ মোড়ের নিকটবর্তী স্থানে পৌছুলে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। দেশিও অস্ত্র নিয়ে গাড়িতে উঠে যাত্রী ও ড্রাইভারের নিকট থেকে নগদ টাকা সোনার গহনাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাত সদস্যরা যাত্রীদের মারধরও করে। এক যাত্রীর নিকট থেকে ৫ হাজার টাকা, ড্রাইভারের নিকট থেকে প্রায় ৫হাজার টাকা ও আরেক যাত্রীর নিকট থেকে প্রায় ৩ ভরি সোনার গয়নাসহ সাড়ে ৪হাজার টাকা কেড়ে নেয়।