আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস চত্বরে গত সোমবার বিকেলে উপজেলার সকল ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে পৌর সভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)‘র আলমডাঙ্গা উপেজেলা কমিটি গঠন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি এসিআই ফার্মার তৌহিদুল ইসলাম, সহসভাপতি রেফকো ফার্মার হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রেনেটা ফার্মার খবির উদ্দিন মানিক, সহসাধারণ সম্পাদক জেনারেল ফার্মার শরিফুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক বায়ো ফার্মার জিল্লুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক বেক্সিমকো ফার্মার আ. হালিম, অর্থ বিষয়ক সম্পাদক ড্রাগ ইন্টা. মাহাবুবুর রহমান, সহঅর্থ বিষয়ক সম্পাদক এসিআই ফার্মার নয়ন কুমার চৌধুরী, দফতর সম্পাদক ইনসেপটা ফার্মার মনির হোসেন, সহদফতর সম্পাদক ইবনে সিনা ফার্মার আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক এলকো ফার্মার নজরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক বেনহাম ফার্মার মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রাইম ফার্মার ফজলে রাব্বি, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এক্মি ফার্মার বাবুল হোসেন। সদস্য জেনারেল ফার্মার ইউনুস আলী, এরিস্টো ফার্মার সেলিম হোসেন, অপসোনিন ফার্মার রফিকুল ইসলাম, নিপ্রো ফার্মার আশরাফুল ইসলাম, এপেক্স ফার্মার হাফিজুর রহমান, গ্লোব ফার্মার শাজাহান, ল্যাবএইড ফার্মার মিল্টন হোসেন।
উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. খন্দকার নাসির উদ্দিন মঞ্জু।