স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় দোকানে টিভি দেখার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা টসলাইট দিয়ে মেরে বেলাল উদ্দীনকে (২৬) গুরুতর আহত করেছে একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বকুল। গতরাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শওকত আলীর ছেলে আহত বেলাল উদ্দীনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাল বলেছে ভারতীয় চ্যানেলে ড্যান্স দেখা নিয়ে কটুক্তি করা নিয়ে ঝঁগড়া বাধে। এক পর্যায়ে বকুল তার হাতে থাকা টসলাইট দিয়ে মাথায় মেরে আহত করে।