আলমডাঙ্গা ব্যুরো: ভূমিকম্পের সময় আতঙ্কে আলমডাঙ্গার শেখপাড়ার যুবক রতন অজ্ঞান হয়ে পড়ে। তাকে গুরুতর অসুস্থাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ভোরে ভূ-কম্পন অনুভূত হওয়ার সময় আতঙ্কগ্রস্ত হয়ে রতন জ্ঞান হারিয়ে ফেলেন।
জানা গেছে, গতকাল সোমবার ভোর ৫টা ৭ মিনিটে চুয়াডাঙ্গাসহ সারা দেশে আকস্মিক ভূমিকম্পের ঘটনা ঘটে। আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রতন (৩৫) আতঙ্কে চিৎকার করে উঠেই অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।