টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার যমুনা মাঠে গরুচোর সন্দেহে ছয় গরুব্যবসায়ীকে গণপিটুনি)

বেহুদ্দ সব কাণ্ড ঘটে
আমার সোনার দেশে,
ভণ্ড মানুষ ঘোরে ফেরে
লম্বা সাধুর বেশে।

ভালো মানুষ পেটায় তারা
নগদ টাকার লোভে,
আগুন জ্বলে মনে-প্রাণে
তপ্ত ব্যথার ক্ষোভে।

খুব সেয়ানা বেকুব ফাজিল
ওরাই সমাজপতি,
ওপরে বেশ জুব্বা সাহেব
করে বেড়ায় ক্ষতি।

_আহাদ আলী মোল্লা।