দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ‘সবার জন্য টেকসই উন্নয়ন’ নীতিমালা প্রণয়ন, সংস্কার ও বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশন ও জাগরনীচক্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশনের সাবেক সভানেত্রী শখের বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার নুর জাহান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আশাবুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসমত আলী, কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশনের সভানেত্রী আনজিরা খাতুন, সাবেক সভানেত্রী সাজেদা বেগম, ক্যাশিয়ার সেলিনা খাতুন প্রমুখ। সভার মূলপ্রবন্ধ পাঠ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শৈলেন্দ্র নাথ দাস। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।