দামুড়হুদায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এমএ করিম, আ.সামাদ ও আনারুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলী হোসেন, আল মামুন, এমকে রানা, ছানাউল কবির শিরিন, সাজ্জাদ, রমজান, ফারুক, রাসেল, রায়হান, রুবেল, মামুন,মিন্টু,রনি, রোমান প্রমুখ। সভায় আগামী ৪ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু।