স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভায় ১নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও গতরাতে কে বা কারা গুজব রটিয়ে বলেন, তিনি নাকি সরে দাঁড়িয়েছেন। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিণ্ডবিপাড়া, হাটকালুগঞ্জ, ভিরুল্লাহ ও মালোপাড়া জুড়ে অপর এক প্রার্থী এমন গুজব রটিয়েছেন বলে কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম অভিযোগ করেছেন। তিনি আরো জানান আমার জনপ্রিয়তা দেখে এক কাউন্সিলর প্রার্থী এমন গুজব রটিয়েছে, তিনি আমাকে ছাড় দিতে বলেছিলেন আমি ছাড় না দেয়ায় এ ধরনের মিথ্যা অপপ্রচার করা হয়েছে। সাধারণ ভোটাররা যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় তাহলে আমি কেনই বা সরে দাড়াবো আর কেনই বা ছাড় দেবো। ১নং ওয়ার্ড থেকে আমি প্রথম থেকেই কাউন্সিলর প্রার্থী হিসেবে উটপাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম এখনও আছি।