দর্শনা পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

হারুন রাজু/হানিফ মণ্ডল: দর্শনা পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ লক্ষ্যে দামুড়হুদা থানা পুলিশের এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় চালিয়েছেন অভিযান।
ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র মহিদুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ চষছেন জামায়াত নেতা আশকার আলী। ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডা. খালেদা খানম (ভ্যানিটি ব্যাগ), বর্তমান কাউন্সিলর বিলকিস আক্তার (কাঁচি), সাবেক কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্ররি (আঙ্গুর), মর্জিনা খাতুন (গ্যাসের চুলা) মনিরা পারভিন (মৌমাছি) প্রতীকে। ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর কাঞ্চন বিবি (পুতুল), শিউলী খাতুন (কাইচি), জরিনা বেগম (আঙ্গুর) ও মরিয়ম খাতুন (ভ্যানিটি ব্যাগ)। ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিমা খাতুন (মৌমাছি) নাজমা আক্তার (কাইচি) সকিনা বেগম (গ্যাসের চুলা) খুশি বেগম (ভ্যানিটি ব্যাগ), ফাহিমা খাতুন (আঙ্গুর) ও সুরাতন বেগম (চকলেট) প্রতীকে।
দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৭শ ২১। এ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হবা জোয়ার্দ্দার (উটপাখি), সাবেক কমিশনার হাসানুজ্জামান খালেক (পানির বোতল), নাসির উদ্দিন খেদু (টেবিল ল্যাম্প) ও আমজাদ হোসেন (পাঞ্জাবি) প্রতীকে মাঠে রয়েছেন। ২নং ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ৮শ ৬১। প্রার্থীরা হলেন, আ. জলিল (টেবিল ল্যাম্প), বর্তমান কাউন্সিলর এনামুল কবির (পাঞ্জাবি), তানজিল হোসেন (ডালিম) ও সাহিকুর রহমান অপু (উটপাখি) প্রতীকে ভোট যুদ্ধে লড়ছেন। ৩নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ ২৪। প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কাউন্সিলর রবিউল হক সুমন (উটপাখি), সাবেক প্যানেল মেয়র কাজল আহম্মেদ (পাঞ্জাবি) ও শফিকুল ইসলাম সোহেল (ব্রিজ) প্রতীকে। ৪ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ ১৪ জন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান কাউন্সিলর আ. রাজ্জাক (টেবিল ল্যাম্প) ফারুক আহম্মেদ (পাঞ্জাবী), হারুন অর রশিদ (ডালিম), মনির সরদার (ব্লাকবোর্ড) ও আব্দুল মান্নান (উটপাখি) প্রতীকে। ৫ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৫৭। প্রার্থীরা হলেন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম (উটপাখি) বর্তমান কাউন্সিলর লুতফর রহমান (পানির বোতল), সাইফুল ইসলাম মুকুল (টেবিলল্যাম্প) ও আশরাফুল ইসলাম (ডালিম) প্রতীকে। ৬ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬ শ ৯৭। প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কাউন্সিলর রেজাউল ইসলাম (পানির বোতল), সোহরাব হোসেন (ডালিম) লুতফর রহমান (উটপাখি) ও সোহেল তরফদার (টেবিলল্যাম্প)। পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২ শ ২৩। প্রার্থীদের মধ্যে রয়েছেন, সাবেক কাউন্সিলর সাবির হোসেন মিকা (পাঞ্জাবি), কানচু মাতবর (উটপাখি) ও মোস্তাফিজুর রহমান মতি (ডালিম) প্রতীকে। ৮ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৯ শ ৭১। প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর শরীফ উদ্দিন (উটপাখি), চান্দু মাস্টার (পানির বোতল), রফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) ও গোলজার হোসেন (পাঞ্জাবি)। ৯নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৩৬। প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেরুল ইসলাম (পানির বোতল), জাহাঙ্গীর আলম (ডালিম), মঈনুদ্দিন আহম্মেদ মন্টু (ব্ল্যাকবোর্ড), আছের উদ্দিন আশু (পাঞ্জাবি) ও সেলিম উদ্দিন (উটপাখি) প্রতীকে।