মাথাভাঙ্গা মনিটর: ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় স্ত্রী বলায় বিজেপির তোপের মুখে পড়েছেন আসামের কংগ্রেস নেতা নীলামনি সেন দেকা। তিনি বলেন, ভারতের অনেকেই স্মৃতি ইরানীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় স্ত্রী মনে করেন।
নীলামনি সম্প্রতি আসামের নালবাড়ি এলাকায় এক জনসমাবেশে মোদী ও স্মৃতি ইরানিকে নিয়ে ওই মন্তব্য করেন। এ সময় তিনি স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তলেন।
বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব অবিলম্বে কংগ্রেস থেকে নীলামনির বহিষ্কার দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ও বিজেপির আসাম ইউনিটের প্রধান সরবানন্দ সনোয়াল এ ঘটনায় কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন।