জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পল্লী সমাজের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বাঁকা ইউনিয়নে পল্লী সমাজের সদস্যদের মধ্যে ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বাঁকায় পল্লী সমাজ কেন্দ্রে আলোচনাসভার আয়োজন করা হয়। পল্লী সমাজের সভাপ্রধান জামেলা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ব্র্যাকের এইচআরএলএস সেলিম রেজা ও সিইপি শাহাবুদ্দীন। সভা শেষে সমিতির সদস্যদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।