মহেশপুর প্রতিনিধি: নাশকতার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাময়াতের আমির আব্দুল বারীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর শহরের ভালাইপুরমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, নাশকতা মামলার আসামি উপজেলা জামায়াতের আমির আব্দুল বারী ভালাইপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। গতকাল রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।