গুণগত মানসম্পন্ন এবং রফতানিযোগ্য আম উৎপাদনে মেহেরপুরে মতবিনিময়

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় কোয়ারেন্টাইন রোগ-বালাইমুক্ত গুণগত মানসম্পন্ন এবং রফতানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে জেলার প্রকৃত আমচাষিদের সাথে মতবিনিময় করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, কোয়ারেন্টাইন কর্মকর্তা হাফিজুর রহমানসহ জেলার প্রকৃত আমচাষিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন- বাংলাদেশ জুড়ে মেহেরপুর জেলার আমের সুনাম রয়েছে এই আম আমরা মেহেরপুরের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রফতানি করতে পারি। ফরমালিন মুক্ত গুণগত মানসম্পন্ন আম পেতে হলে বাগান এবং আম গাছের বিশেষ ভাবে পরিচর্যা করতে হবে। সেই সাথে যখন আম উঠবে তখন সকল চাষিদের সতর্কতার সাথে আমের পরিচর্যা করতে হবে।