স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিন চালিত অবৈধযান আলমসাধু দুর্ঘটনায় নিহত হয়েছেন চালক গোলজার হোসেন (৩৮)। গতকাল চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় আছড়ে পড়ে আলমসাধু চালক গোলজার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা শুরু হতে না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দুর্ঘটনায় নিহত গোলজার হোসেন চুয়াডাঙ্গা ভিমরুল্লা মাঠপাড়ার আমদ আলী বিশ্বাসের ছেলে। নিজেরই শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু চালাতেন তিনি। চুয়াডাঙ্গা কেদারগঞ্জের মেসার্স হান্নান ট্রেডার্সের সামনে বসে রড সিমেন্টের ভাড়া ধরতেন। গতকাল গোলজার হোসেনসহ ৪ জন আলমসাধুচালক তাদের আলমসাধুতে দেড় হাজার করে মোট ৬ হাজার কেজি রড লোড দেন। রড নিয়ে আলমডাঙ্গার জামজামির নৃসিংহপুরের মকলেছুর রহমানের প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। রড নিয়ে আলমসাধুযোগে ছোটার সময় মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় আছড়ে পড়েন চালক গোলজার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। আমদ আলী বিশ্বাসের ৪ ছেলে ১ মেয়ের মধ্যে গোলজার হোসেন ছিলেন তৃতীয়। তিনি ১ ছেলে ৩ মেয়ের জনক ছিলেন। বেশ কিছুদিন আগেই তিনি শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু কিনে ভাড়া মেরে বেড়াতেন। সংসারে সচ্ছলতা ফেরালেও তিনি সেই আলমসাধুর ভাড়া মারতে গিয়ে স্ত্রী সন্তানদের অথই সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। গতরাতেই দাফনের প্রক্রিয়া করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে অনেকেই ছুটে যান শোকার্ত পরিবারের পাশে। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ অনেকেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।