মেহেরপুর আমঝুপিতে হাজি সিরাজুল ইসলাম ট্রাস্ট বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে হাজি সিরাজুল ইসলাম ট্রাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষা গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিরতিসহ বিকেল ৪টা পর্যন্ত আমঝুপি ‘তৃণমল মডেল এ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়।
এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির ১৯৮জন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, হিজুলী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজি সিরাজুলইসলামের স্মৃতি ধরে রাখতে এ ট্রাস্ট গঠনকরে, প্রাথমিকবৃত্তিপরীক্ষার অংশগ্রহণকারী মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে এ ট্রাস্টের মাধ্যমে এককালীন নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাজি আ. জলিল, ট্রাস্টেরসদস্য সচিব ও মানবউন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমজানান যে আগামী ২০১৬ সালে মেহেরপুর সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের এ সুযোগের আওতায় আনাহবে।