চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার-ডেপুটি লিডারদের প্রশিক্ষন কর্মশলা

স্টাফ রির্পোটার: ‘আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’ এ স্লোগানকে ধারন করে পল্লি উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার-ডেপুটি লিডারদের প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ইসলামী ব্যাংক ঝিনাইদাহ শাখার ব্যবস্থাপক আব্দুস সালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, ইত্তেফাকের জেলা প্রতিনিধি আজাদ মালিতা ও ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ইনচার্জ মীর আনিছুর রহমান। পল্লি উন্নয়ন প্রকল্পের ১৫০ কেন্দ্রের ৩শ জন নারী কর্মশালায় অংশগ্রহণ করেন। এখান থেকে ৯ কোটি ২০ লাখ টাকা সদস্যদের মাঝে বিনিয়োগ করা হয়েছে। আর সঞ্চয় আছে প্রায় ২ কোটি টাকা। পরে শ্রেষ্ট কেন্দ্র লিডারদের পুরস্কার প্রদান করা হয়।