স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেছেন, ‘সকল ব্যাংককে মানবিক সাহায্যে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতে অনুদান দিতে হবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলন চলাকালে পেট্রোল বোমায় পঙ্গু বাসচালক মতিয়ার রহমানকে (৩৫) আর্থিক অনুদানের ৩৫ হাজার টাকার চেক হস্তান্তরকালে উপরোক্ত মন্তব্য করেন।
সোনালী ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়ে হুইপ আরো বলেন, ‘অন্যান্য ব্যাংকসহ সকল লাভজনক প্রতিষ্ঠানকে আর্ত মানবতার সেবা প্রসারিত করতে হবে। টাকার অভাবে অনেকেরই পড়াশোনা ও চিকিৎসা ব্যহত হচ্ছে। তাই, শিক্ষা ও চিকিৎসা খাতে অনুদান বাড়াতে হবে।’ সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যাংকার মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। মতিয়ার রহমানের বাড়ি চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকায়। তিনি জানান, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি বগুড়া থেকে বিয়ের গাড়ি নিয়ে চুয়াডাঙ্গায় আসার পথে নাটরের বড়ইগ্রামে বাসের ওপর পেট্রোল বোমা হামলা চালালে আহত ও পরে পঙ্গু হন।