চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ককে কারণ দর্শনানোর নোটিশ

স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলটির যুগ্মমহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে জানতে চাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় মোবাইলফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে তাকে নোটিশের বিষয়ে জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়ে বলেছে, বেশ কিছুদিন ধরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের স্বার্থবিরোধী তৎপরতায় জড়িত থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়।