জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থী, সুধী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়মা ইউনুছ। তিনি বলেন, কোন প্রকার অপপ্রচারে কান দেবেন না। নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম করার অপচেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফিউল্লাহ, জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট বদিউজ্জামান, জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবীর ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর। এয়াড়াও নির্বাচনে অংশগ্রহনকরী প্রার্থীদেও মধ্যে মেয়র প্রার্থী নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম, নোয়াব আলীর পক্ষে তাজুল ইসলাম, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আতিয়ার রহমান, সোয়েব অহম্মেদ অঞ্জন, নূর আলম ও সংরক্ষিত আসনে কাউন্সির প্রার্থী রিজিয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।