চুয়াডাঙ্গাসহ সারাদেশে নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির মানববন্ধন

স্টাফ রিপোর্টার: অষ্টম জাতীয় বেতন স্কেলের মাধ্যমে সরকারি চাকরিতে সৃষ্ট বৈষম্যমূলক সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিত্সক (প্রকৃচি) সংগঠন এবং ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা গতকাল বুধবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয়ভাবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে নেতৃবৃন্দ। বিদ্যমান আন্তঃক্যাডার বৈষম্য, ঘোষিত ৮ম পে-স্কেল ২০১৫ অনুসারে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল সুবিধা বাতিলের দাবিতে মানববন্ধন করে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা, জীবননগর ও আলমডাঙ্গাসহ সারাদেশে মানববন্ধন থেকে অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গায় দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ হাসান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। কর্মসূচি চলাকালে বক্তারা বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য ও বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি ও বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মার্টিন হীরক চৌধূরী সভাপতিত্ব করেন। মানববন্ধন থেকে জানানো হয়, আজ ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের জন্য যাত্রা করা হবে। ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তবে আসন্ন পৌরসভা নির্বাচনে যে সকল কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা এ কর্মসূচির বাইরে থাকবেন। ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, প্রকৃচি বিসিএস ২৬ নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির জীবননগর উপজেলা সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কমিটির কমিটির সহসভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা প্রকৌশলী বাবুল কুমার দেবনাথ, উপজেলা ইনেস্ট্রাক্টর হাবিবুর রহমান, সমবায় অফিসার মোতাহার হোসেন, আনসার ভিডিপি অফিসার জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপজেলা প্রজেক্ট অফিসার শামনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সহসভাপতি নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ওই কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে, কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, ইউএনও-র কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল ও সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সুযোগ প্রদান। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই শান্তিপূর্ণ মানববন্ধন রচনা করা হয়। মানববন্ধনে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস’র উপজেলা আহ্বায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নুরুন নাহার বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ মুরশেদ, ডা. নুরী জান্নাতুল ফেরদৌস, পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপসহকারী কৃষি অফিসার রাহিমা খাতুন রাহি, শহিদুল ইসলাম, রেজাউল হক, আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, রতন, খালেদ সাইফুল্লাহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।