দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গায় প্রাক-বড়দিন ও উপহার প্রদান সম্পন্ন

শরিফ রতন/এমআর কচি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন। এ বড়দিন উদযাপন উপলক্ষে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গার মিশন পল্লিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এলাকায় ক্যাথলিক ও চার্চ অব বাংলাদেশ অনুসারী বর্তমানে প্রায় আড়াই হাজার খ্রিস্টান সম্প্রদায় বসবাস করে আসছে। বড়দিন উপলক্ষে গতকাল সোমবার দুপরে কার্পাসডাঙ্গা মিশন পল্লিতে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি ৩৩০ এর প্রাক-বড়দিন ও উপহার প্রদান উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া ডায়েসাসিসের বিশপ ও ডেপুটি মডারেটর রাইট রেভা. স্যামুয়েল সনীল মানখিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। মেহেরপুর বল্লভপুর ডিনারী অঞ্চল প্রধান রেভা. বিলিয়ম সরদার, কার্পাসডাঙ্গা চার্চ পুরোহিত ও পিএস সভাপতি রেভা. ইন্মামুয়েল মিঠু, রতনপুর প্যারিসের পুরোহিত রেভা. মিখায়েল সরেন, কুষ্টিয়া ডায়োসিসের সাবেক সাধারণ সম্পাদক মি. ইন্মামুয়েল মণ্ডল, বল্লভপুর ডিনারী সাধারণ সম্পাদক পিএসি সদস্য মি. শংকর বিশ্বাস, কার্পাসডাঙ্গা প্যারিস সাধারণ সম্পাদক পিএসি সদস্য মি. প্রকৃতি বিশ্বাসসহ পিএসি ও প্যারিস কমিটি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনি বিশ্বাস ও মি. যোসেফ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক-বড়দিন উপলক্ষে কেক কেটে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে, বাঘাডাঙ্গা আশীর্বাদ এজি স্কুলে প্রাক-বড়দিন, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ অ্যাসেম্বলি অব গড চার্চের চেয়ারম্যান রেভা. সুদীন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. হামিদুর ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবিদ আজাদ, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জিয়াউল হক, শিক্ষক নাজমুল আহসান, আনিসুল হক, মশিউর রহমান, মি. ডমিনিক মণ্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাক-বড়দিন উপলক্ষে কেক কেটে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।