জীবননগরের আনছারবাড়িয়া রেলস্টেশন পুনঃচালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আনছারবাড়িয়া রেলস্টেশন পুনঃচালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আনছারবাড়িয়া রেলস্টেশনে অবিলম্বে মাস্টার নিয়োগ, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনটি আধুনিকায়নের দাবিতে স্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এলাকাবাসী ২ ঘণ্টা মানববন্ধন করে। ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে স্থানীয় জনতা বেলা সাড়ে ১০টার দিকে স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেন। আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির সহসভাপতি মহাসীন আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাইম টিভির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন শান্ত, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা আহ্বায়ক কমরেড আবুল হোসেন মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক চাষি মোল্লা আলতাব হোসেন ফেলা, জাহিদুল ইসলাম মামুন, ছাত্রলীগ নেতা সামসুজ্জোহা প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা পল্লি চিকিৎসক মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, মুন্সি আবুল বাসার কভু, মির্জ্জা প্লিবন, শেখ হাফিজুর রহমান, রাশেদ, রেজাউল করিম রেজা, সমাট প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রেল কর্তৃপক্ষ জনতার দাবিদাওয়া উপেক্ষা করায় বাধ্য হয়ে ফের আন্দোলন কর্মসূচি দেয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি বেলা ১১টায় আনছারবাড়িয়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ২০১০ সালের ২৮ মার্চ আনছারবাড়িয়া রেল স্টেশনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করে।