জীবননগর ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক জীবননগর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের মডার্ন ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহসম্পাদক জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ব্যাংকের অপারেশন্স ম্যানেজার নাসির উদ্দিন ও পল্লি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক আতিয়ার রহমান রতন।