দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমানের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনীসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত পৌরসভার ৯টি ওয়ার্ডের আ.লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনাকালে বক্তারা বলেন, দর্শনা পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমানের নৌকা প্রতীককে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু শেখ মজিবার রহমানের নৌকা প্রতীকের মর্যাদা অক্ষুন্ন রাখতে আ.লীগের প্রত্যেক নেতাকর্মীকেই মতিয়ার হয়ে প্রচারণায় মাঠে থাকতে হবে। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী মতিয়ার রহমান, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, মনিরুল ইসলাম প্রিন্স, মোস্তাফিজুর রহমান, আ. রাজ্জাক, দাউদ হোসেন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম হুকুম, মামুন শাহ, সাজাহান মোল্লা প্রমুখ।