ইবির আইন বিভাগের শিক্ষকের বাসায় দুর্বৃত্তদের গুলি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহার বাসায় দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় একটি জিডি হয়েছে। অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, রাত সোয়া ১১টার দিকে হঠাত দুই রাউন্ড গুলির আওয়াজ পাই। পরে আমার নিচতলার সিঁড়িঘরে গিয়ে দেখতে পাই যে সিঁড়িঘর ঘেরা কাঁচের মধ্যে দুটো ছিদ্র হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল চলে যাওয়ারও শব্দ পেয়েছি। পরে মেঝের ওপর পড়ে থাকা দুটি গুলির খোসা দেখতে পাই। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি। ইতোমধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।