নবীন-প্রবীণ জাগরণ সংঘের সাংগঠনিক সম্পাদক পদ থেকে ডালিমকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার নবীন-প্রবীণ জাগরণ সংঘের সাংগঠনিক পদ থেকে আরিফুল ইসলাম ডালিমকে বাদ দেয়া হয়েছে। গতকাল সোমবার এক জরুরি সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু তালেব মণ্ডল ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান। যুক্ত স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার নবীন-প্রবীণ জাগরণ সংঘ কার্যালয়ে গতকাণ সোমবার এক জরুরি সভা আহ্বান করা হয়। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, অবহেলা, অবজ্ঞা এবং সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কার্যকরি কমিটির সর্বসম্মতিক্রমে আরিফুল ইসলাম ডালিমকে তার যুগ্মসম্পাদক পদ থেকে অব্যাহতি ও তার সদস্য পদও বাতিল করা হয়েছে।