দেশের টুকরো খবর : গাইবান্ধায় ইট কুড়াতে গিয়ে মাটি চাপায় নিহত ৩

গাইবান্ধায় ইট কুড়াতে গিয়ে মাটি চাপায় নিহত ৩
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্লাপুরে ভাঙ্গা কালভার্টের ইট কুড়াতে গিয়ে মাটি চাপা পড়ে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালুকমন্দুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার তালুকমন্দুয়া গ্রামের আব্দুস সাত্তার (৬৭), একই গ্রামের নুর আলম মুন্সির মেয়ে কাকলী খাতুন (১৭) ও হবিবুল্লাপুর গ্রামের জমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)। আহত আরিফ (২০), সেলিনা বেগম (৪৫), মিনারা খাতুন (২০), সোহেল মিয়া (৩০) ও ফুল মিয়াকে (৫০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২৩ ডিসেম্বর শুরু হচ্ছে স্নাতক শ্রেণির ভর্তি রিলিজ স্লিপে আবেদন
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৩ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে আগামী বছরের ৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। রিলিজ স্লিপে ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তারা হলেন- ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং গ) ভর্তি বাতিল করেছে, এমন শিক্ষার্থী। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions ev admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।

ঢাকায় প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ ২৪ ডিসেম্বর
স্টাফ রিপোর্টার: ছয় দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ হবে। গতকাল সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম মার্কেটে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ফেডারেশনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সমাবেশ সফল করতে প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মো. জাহিদুর রহমান বিশ্বাস, মো. আব্দুল হক, মো. জসীমউদ্দিন প্রমুখ।