জীবননগর ব্যুরো: ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহায়তায় ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়েছে। ওয়েভের সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নে বাঁকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রোববার দিনব্যাপী এ গাইনী রোগের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, প্যানেল চেয়ারম্যান সাহাবুদ্দিন ও রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসুচির বাঁকা ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান ও স্বাস্থ্যসহকারী হাদিসা খাতুন। ফ্রি এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রওশন আরা বেগম। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বাঁকা ইউনিয়নের সুবিধা বঞ্চিত প্রায় ২শতাধিক নারী চিকিৎসা সেবা গ্রহণ করেন।