আলমডাঙ্গা ব্যুরো: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু দলীয় মেয়র প্রার্থী মীর মহিউদ্দীনকে সাথে নিয়ে গণসংযোগকালে ধানের শীষে ভোট চাইলেন। গতকাল রোববার তিনি আলমডাঙ্গা কলেজপাড়া, আনন্দধাম, চারতলামোড়, স্বর্ণপট্টি, হাইরোড, হাফিজ মোড়, হাজি মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় মীর মহিউদ্দিনকে সাথে নিয়ে গণসংযোগ করেন। বেলা সোয়া ১১টার দিকে তিনি আলমডাঙ্গা পৌর শহরে গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি বলেন, মীর মহিউদ্দীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনীত মেয়র প্রার্থী। ব্যক্তিগত স্বার্থ, হিংসাবিদ্বেষ ও ক্ষোভ ভুলে আসুন সকলে মিলে মীর মহিকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করি। সেই সাথে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করি। যারা ব্যক্তিগত ক্ষোভ নিয়ে এখনও বসে আছেন, অন্তত দেশনেত্রীর সম্মানের খাতিরে, দলের কথা ভেবে সব দ্বিধা ভুলে ধানের শীষকে বিজয়ী করতে তাদেরকে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা যারা বিএনপি করি, তাদের বিশ্বাস করতে হবে- ব্যক্তির চেয়ে দল বড়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আবু জাফর মন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, মুকুট, এসকে সাদি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিল্টন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের নেতা এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর সভাপতি ইসরাফ হোসেন, শহীদুল ইসলাম রতন, কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, শামীম রেজা ডালিম, মাহমুদুল ইসলাম পিন্টু, যুবদল নেতা মনা, মহিনুল ইসলাম, আলী হোসেন, আমজাদ হোসেন, আ. লতিফ, মহাসীন মেম্বার, আক্তারুজ্জামান হাবলু, আকরাম হোসেন, মঈন উদ্দিন, মহাবুল মেম্বার, লিয়াকত আলী, কামাল হোসেন, মাসুদ পারভেজ, আ. হান্নান, রেজাউল করীম, মহির উদ্দিন, লুডু খান, ওয়াহেদ, আলাউদ্দিন, বোরহান উদ্দিন, প্রফেসর মাহফুজ, মিজা, যুবদলের ওয়াহেদুল ইসলাম বাবু, মুকুল, রোকনুজ্জামান সোহাগ, রাজা, উজ্জ্বল, মামুন, তাইজেল, চান্দু, সোহাগ, মাসুম, চিনির উদ্দিন, শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা তৌপিক খান, শওকত ওসমান, আবজাল, শাহাবুল, রুবেল, সাগর, লিটন, রবিউল, সিহাব, আজমির, রকিবুলম, জনি, জাহিদ, শাকিল, সজীব প্রমুখ।