মাথাভাঙ্গা মনিটর: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মেসি-নেইমার আর সুয়ারেজের ত্রিমুখী পারফরম্যান্সে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। এ জয়ের মধ্যদিয়ে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জিতল বার্সেলোনা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে এ ট্রফি জিতেছিল তারা। গত রোরবার জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে আরো এগিয়ে নেন লুইস সুয়ারেজ। এরপর ৬৮ মিনিটে নেইমারের বাড়িয়ে দেয়া বলে দারুণ হেডে সুয়ারেজ তার জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচে আর কোনো গোল না হওয়া ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।