এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: নেপালকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের কাঠমন্ডুতে রোববার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই বাংলাদেশের নারীরা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় মেয়েদের। খেলার ১৬ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে নেন মার্জিয়া। বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের কৃষ্ণা রানি সরকার। নেপালি গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি তিনি।
এরপর ৩৫ মিনিটের প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুই দল। বিরতির পর খেলতে নেমে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে বাংলাদেশের মেয়েরা ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। এদিকে শিরোপা জেতানো এই দলটির রয়েছে একটি নজরকাড়া বিশেষত্ব। কেননা দলের ১০ খেলোয়াড়ই ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের। কাঠমন্ডুর রাজা দরশরথ স্টেডিয়ামে চলতি বছরের এপ্রিলে ম্যাচটি হওয়ার কথা ছিলো। তবে ৭.৮ মাত্রার ভয়াবহ ভুমিকম্পের কারণে এএফসি ফাইনাল ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করে। পরে স্থগিত ফাইনাল ম্যাচটি আজ অনুষ্ঠিত হলো।