অবশ্যই কবরস্থান সংলগ্ন বাঁশবাগানে বস্তায় মুড়ানো নবজাতক আকাশ থেকে পড়েনি। কেউ না কেউ বস্তায় ভরে ফেলে গেছে। নবজাতক যেহেতু কারো না কারো সন্তান, সেহেতু মায়ের তো ওভাবে নবজাতক ফেলে দেয়ার কথা নয়। এরপরও কেন? নানাবিধ কারণ আছে। আছে বহুবিধ জবাব।
পয়ঃ নিষ্কাশনের নালা তথা ড্রেনে, পরিত্যক্ত ল্যাট্রিনে বা অন্য কোথাও নবজাতক পাওয়া গেলে প্রথমেই যে বিষয়টি আলোচ্য হয়, তা হলো কোনো নারী-পুরুষের অসামাজিক তথা অবৈধ সম্পর্কের ফসল। ফলে সন্তান ফেলে দিতে হয়েছে মূলত লজ্জা ঢাকার জন্যই। যে সমাজে নিজের সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, নাক সিটকানি আর কটূক্তিতে অতিষ্ঠ হতে হয়, সেই সমাজে নিজের সন্তানকেও ফেলে দিতে বাধ্য হন কোনো কোনো গর্ভধারিনী। সে কারণেই সময় থাকতে সঠিক পদক্ষেপ তথা সতকর্তারই তাগিদ দেয় সচেতন মহল।
নিজেরই হোক, অন্যেরই হোক। সন্তানকে মেরে ফেলার কোনো সুযোগ নেই। ফেলে দেয়া? নিজের সন্তানকে ফেলে দেয়ার ভাবনাটাই তো অবান্তর। এরপরও যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন বিষয়টিকে খাটো করে না দেখে সমস্যার গভীরে ঢুকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে সচেতনতা।