যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেকউড শহরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এবাদ আহমেদ নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এবাদের বাবা ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমেদ। তাদের দেশের বাড়ি সিলেটে। সম্প্রতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবাদ। গত বৃহস্পতিবার দিনগত রাতে নগরের ডেলএমো বুলভার্ড এবং ক্লার্ক অ্যাভিনিউ মোড়ে এ দুর্ঘটনায় আহত হন ৩জন। সংঘর্ষের সময় গাড়ির ভেতর থেকে এবাদ ছিটকে বাইরে পড়ে যান। গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেছে। নগর পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মেট টেলর জানিয়েছেন, আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি গাড়ির চালককে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আইএসের
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশসহ ৩৪টি মুসলিম দেশকে নিয়ে সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠনের ঘোষণা দেয়ায় সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। সিরিয়ায় তাদের সাথে লড়াইয়ে মুখোমুখি হতে জঙ্গি সংগঠনটি এক ভিডিও বার্তায় সৌদি আরবকে আহ্বান জানিয়েছে। এদিকে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানামুখী আলোচনা অব্যাহত আছে। সৌদি আরব ঠিকমতো হিসাব-নিকাশ না করেই এ উদ্যোগ বাস্তবায়ন করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। জোটে বিভিন্ন দেশের উপস্থিতি নিয়ে অস্পষ্টতা শুক্রবারও অব্যাহত ছিলো। জোটে নাইজেরিয়ার নাম থাকলেও এ ব্যাপারে দেশটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির মুখপাত্র গারাবু শেহুর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এ তথ্য জানায়।
আদালতে হাজির হয়ে জামিন নিলেন সোনিয়া-রাহুল
মাথাভাঙ্গা মনিটর: দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি ও তার ছেলে দলের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধি দিল্লির বিচারিক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এনডিটিভি বলছে, শনিবার বিকেল ৩টায় পাতিয়ালা হাউজ আদালতে শুনানি শুরুর পাঁচ মিনিটের মধ্যে বিচারক বিরোধীদলীয় নেতা ও তার ছেলেকে জামিনের আদেশ দেন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার করা এ মামলায় শীর্ষ কংগ্রেসনেতা ও গান্ধি পরিবারের সহযোগীসহ আরও চার জনকে জামিন দিয়েছে আদালত। সোনিয়ার জামিনদার হয়েছেন কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গান্ধি পরিবারের পক্ষে আদালতে দাঁড়ান কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিবাল। তিনি জানান, বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রেখেছেন। শীর্ষ কংগ্রেসনেতারা ছাড়াও সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি এ সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে কংগ্রেস সদরদফতরে পৌঁছে সংক্ষিপ্ত এক বিবৃতিতে সোনিয়া গান্ধি বলেন, নির্ভেজাল বিবেক নিয়ে আমি আদালতে হাজির হয়েছি। আমরা ভয় পাবো না, আমাদের লড়াই চলবে। কংগ্রেস পার্টিকে কেউ ছুড়ে ফেলতে পারবে না।
নেপালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
মাথাভাঙ্গা মনিটর: নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৭শ’ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলে একটি মধ্যমমানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৫। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির বাজুরা জেলার জগন্নাথ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ন্যাশনাল সিসমোলোজিক্যাল (ভূমিকম্প সম্পর্কিত) সেন্টারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই। এর আগে গত এপ্রিল মাসে নেপালে স্মরণকালের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় চার হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
বাংলাদেশের গণমাধ্যমের ভূয়সী প্রশংসায় ফিলিস্তিন
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করে ফিলিস্তিনের সংস্কৃতি ও উপ-প্রধান মন্ত্রী জিয়াদ আবু আমর বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি গণমাধ্যম যেভাবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই হৃদয়কে ছুঁয়ে দেয়। আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপশি শুক্রবার সকালে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক ও উপ-প্রধান মন্ত্রী জিয়াদ আবু আমর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। হাসানুল হক ইনু ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক সমর্থন পুণর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামে মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিনের সর্বাগ্র সমর্থন বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।