মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর নাজিরাকোন সীমান্তের কাঁটাতারের বেড়ার ৩শ গজ ভেতরে বাংলাদেশ অংশে এক অজ্ঞাত বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় কৃষকরা লাশ নাগার বিলের মাঠে সরস্বতী খালে ভাসতে দেখে মুজিবনগর থানায় ও মুজিবনগর বিজিবি ক্যাম্পে খবর দেয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন ও মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার রুস্তম আলী জানান, দুপুরে স্থানীয় কৃষকদের নিকট থেকে খবর পেয়ে দুপুর ২টার দিকে সীমান্তের ১০৯ মেন পিলালের ওয়ান এস সাব পিলারের কাছে কাঁটাতারের বাংলাদেশ পাড়ে নাগার বিলের মাঠে সরস্বতী খালে বৃদ্ধার লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় নেয়া হয়। লাশটি মেহেরপুর জেনারেল হাসপাতালমর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান।