প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি করতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানালেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী বলেছেন, প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিশুদের বিশেষ অধিকার নিশ্চিত করণে জনতার সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। ডিএফআইডি’র সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশুদের অনেকে বিদ্যালয়ে যায় না, তাই আমরা সকলে তাদের পাশে থেকে তাদের শিক্ষার অধিকার বিষয়ে সজাগ হবো। আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও জেলা লোকমোর্চা কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামান, সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক ও উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সংলাপ সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্নণা করেন গণস্বাক্ষরতা অভিযান’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহেনা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনএসপি এর পরিচালক রফিক জামান। আলোচক ছিলেন অধ্যাপক রফিকুর রশিদ রিজভী, কলামিষ্ট ও সাংবাদিক রফিক উল আলম, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, সিরাজুল ইসলাম মাস্টার ও অ্যাড. ইব্রাহীম শাহীন। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এসএমসি, ওয়াচ সদস্যসহ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সভায় প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ও পড়ালেখাসহ তাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।