জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে জমজমাট প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরসহ ৪০ প্রার্থী জমজমাট প্রচারণা শুরু করেছে। কনকনে শীত উপক্ষো করে সকাল হতে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মেয়র পদে এ পৌরসভায় চর্তুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাজি মো. নোয়াব আলী, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাও. সাজেদুর রহমানের মধ্যে চর্তুমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই মনে করছে এ পৌরসভার ভোটাররা। এদিকে আওয়ামী লীগ ও বিএনপিতে গ্রুপিং ও কোন্দলের কারণে এ দুই দলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী হাজি মো. নোয়াব আলীর পক্ষে ভোট বয়কট করেছে উপজেলা বিএনপির একটি অংশ। দলের এ অংশটি গোপনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। অপরদিকে আওয়ামী লীগের স্থানীয় এমপি হাজি আলী আজগার টগর গ্রুপ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। নির্বাচন যতো এগিয়ে আসছে ততো প্রার্থীদের পক্ষে ভোট ভাঙ্গা-গড়া হবে এমনটাই মনে করছে নির্বাচন পর্যবেক্ষক মহল। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৪৫ ও মহিলার ভোটার সংখ্যা ৮ হাজার ৬৬৮।