মেহেরপুরে গার্লস গাইড ও গার্লস ইন স্কাউটসকে সম্মাননা প্রদান

 

মেহেরপুর অফিস: বিজয় দিবসে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াচ ও ডিসপ্লেতে অন্যান্য প্রতিষ্ঠানকে পিছে ফেলে সর্বোচ্চ ৫টি পুরস্কার পাওয়ায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্লস গাইড ও গার্লস ইন স্কাউটসকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান বিজয়ী গার্লস গাইড ও গার্লস ইন স্কাউটসদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন প্রমুখ।

Leave a comment