ছাত্রদলের নেতা-কর্মীদেরকে প্রতিটি ভোটারের ঘরে ঘরে পৌঁছুতে হবে

ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠেছে। প্রতিদিনই রাজনৈতিক সংগঠনসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা, পৌর, কলেজ ও উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা ও নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচনী কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা। ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল আমার প্রাণের স্পন্দন। ছাত্রদলের সিঁড়ি বেয়েই আজকে আমি ধানের শীষ প্রতীকের জন্য মনোনীত হয়েছি। ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীদেরকে দায়িত্ব নিয়ে নির্বাচনে সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, চরম সঙ্কট মুহূর্তে এই নির্বাচনী বৈতরণী পার হতে ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রতিটি ভোটারের ঘরে ঘরে পৌঁছুতে হবে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম রতন, অ্যাড. শামীম রেজা ডালিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, সোহেল আহমেদ মালিক সুজন ও মোমিনুর রহমান মোমিন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস মিল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। সভায় পৌর, কলেজ, উপজেলা ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা বলেন, ছাত্রদল সংগঠন ও নির্বাচনের প্রাণ সঞ্চারক। ছাত্রদলকে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের জন্য তিনি নির্দেশ দেন। সভাপতির বক্তব্যে শরিফ উর জামান সিজার বলেন, বর্তমানে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীই পরীক্ষিত। সঙ্কটে, সংগ্রামে ছাত্রদল গৌরবময় ভূমিকা রাখতে সক্ষম। তাই এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করে ছাত্রদল শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে আমার বিশ্বাস।