ফেনসিডিলসহ মাদক সম্রাট পাঞ্জাবের সহযোগী মাদকব্যবসায়ী ইনতাজুল ৱ্যাবের হাতে আটক

আলমডাঙ্গা ব্যুরো: ফেনসিডিলসহ আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার আলোচিত মাদকব্যবসায়ী ইনতাজুল ওরফে ইনতাজকে আটক করেছে ৱ্যাব। ইনতাজুল হাটুভাঙ্গা গ্রামের মাদক সম্রাট পাঞ্জাবের সহযোগী বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে গাংনী ৱ্যাব-৬ ইনতাজুলকে ফেনসিডিলসহ আটক করে।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মহাসিন আলির ছেলে ইনতাজুল ১ ব্যাগ ফেনসিডিল বহন করছিলো। খবর পেয়ে গাংনী ৱ্যাব-৬ ক্যাম্প কমান্ডার এএসপি রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে সময় তার নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক মাদকব্যবসায়ী ইনতাজুল জানিয়েছে হাটুভাঙ্গা গ্রামের মাদকব্যবসায়ী পাঞ্জাব আলী তাকে ফেনসিডিলগুলো দিয়ে নিকটবর্তী এক জুয়ার আড্ডায় বিক্রি করতে বলে।