বয়স ১৬ না হলে ফেসবুক নয় ইউরোপে
মাথাভাঙ্গা মনিটর: বাবা-মা মত না দিলে ১৬ বছরের কম বয়সের ছেলে মেয়েদের জন্য ফেসবুক, স্ন্যাপচ্যাট বা ইন্টারনেটের অন্য যে কোনো সামাজিক যোগাযোগ সাইটে ঢোকা নিষিদ্ধ হতে পারে ইউরোপে। এ নিয়ে এ সপ্তাহেই ইউরোপীয় সংসদে একটি আইন পাশ হতে পারে। বর্তমানে ১৩ বছর হলেই যে কেউ ফেসবুকসহ অন্য যে কোনো যোগাযোগ সাইটে অ্যাকাউন্ট খুলে নিজের সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোরও এতে অনুমোদন রয়েছে। কিন্তু ইউরোপীয় সংসদের নাগরিক স্বাধীনতা এবং স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ কমিটি বয়সের সীমা বাড়ানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে। তথ্যের গোপনীয়তা রক্ষায় ইউরোপে যে আইন রয়েছে, তাতে একটি সংশোধনী প্রস্তাব করেছে এই কমিটি। এই সংশোধনীতে বলা হয়েছে বাবা-মার অনুমোদন ছাড়া ১৬ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য প্রসেসিং বেআইনি বলে গণ্য করা হবে।
পাকিস্তানে ৮ খুনির ফাঁসি কার্যকর
মাথাভাঙ্গা মনিটর: সাজাপ্রাপ্ত আরো আট খুনির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ষপূর্তির একদিন আগে গতকাল মঙ্গলবার ফাঁসির এ রায় কার্যকর করা হয়। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সর্বশেষ এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পেশোয়ারে ভয়াবহ ওই হামলার পর কর্তৃপক্ষ মৃত্য্যুদণ্ড কার্যকরের ওপর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়। গত বছরের ১৬ ডিসেম্বর সেনা পরিচালিত একটি স্কুলে তালেবানের ভয়াবহ হামলায় দেড় শতাধিক লোক নিহত হওয়ার পর পাকিস্তান সন্ত্রাসীদের দমনের অংশ হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারাগার বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ বলেন, সাজাপ্রাপ্ত খুনি দুজনকে মুলতান, ভাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আটক ও ডেরা গাজী খানে একজন করে ফাঁসি দেয়া হয়। সন্ত্রাসের কারণে প্রথমদিকে সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্যে মৃত্যুদণ্ড পুনরায় বহাল রাখা হলেও মার্চ মাসে বড়ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ এ সাজা দেয়া হয়েছে।
মোদী মানসিক বিকারগ্রস্ত : কেজরিওয়াল
মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানসিক বিকারগ্রস্ত ও কাপুরুষ বলে অভিহিত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসে অভিযান চালানোর পর ক্ষুব্ধ কেজরিওয়াল কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে এর জন্য দায়ী করেন বলে জানিয়েছে এনডিটিভি। তদন্ত সংস্থার অভিযানকে হানা অ্যাখ্যা দিয়ে নিজের ট্যুইটার পাতায় কেজরিওয়াল বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মোদী কাপুরুষতার এ পথ বেছে নিয়েছেন। কিছুক্ষণ পরে দেয়া অন্য এক টুইটে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আবার বলেন, মোদী কাপুরুষ ও মানসিক ব্যাধিতে আক্রান্ত। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এসব অভিযোগ অস্বীকার করেছে। এটি অরবিন্দ কেজরিওয়ালের অফিসে হানা দেয়ার কোনো ঘটনা নয়, আমরা সেখানে গিয়েছিলাম তার মুখ্য সচিব রাজেন্দ্র কুমারের দুর্নীতির বিষয়ে তদন্ত করতে। বলেন সিবিআই’র মুখপাত্র দেবপ্রিত সিং। প্রতিক্রিয়ায় একে মিথ্যা অ্যাখ্যা দিয়েছেন কেজরিওয়াল।
আর্জেন্টিনায় সড়ক দুর্ঘটনায় ৪৩ পুলিশ সদস্য নিহত
মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় সালতা প্রদেশের রোজারিও ডে লা ফ্রন্টেরা শহরের কাছে একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে থাকা ৫০ জন আরোহীর বেশিরভাগই আর্জেন্টিনার সীমান্ত পুলিশের কর্মকর্তা। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। তবে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশবাহী গাড়িটির টায়ার ফেটে যাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে থাকতে পারেন। এরপর গাড়িটি একটি সেতুর রেলিং ভেঙে অন্তত ৬৫ ফুট নিচে শুকনো নদীতটে পড়ে যায়।