জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তিন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ ও তারকাঁটা কাটা রোধসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিষয় স্থান পায়।
বিজিবি সূত্র জানায়, মেদিনীপুর সীমান্তের ৬২/৯-এস পিলারের সন্নিকটে রামমাঠে ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির পক্ষে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল কাদের নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই গোবিন্দ শিং নেতৃত্ব প্রদান করেন। একই সময়ে ধোপাখালী সীমান্তে ৭০/৩২-এস পিলারের সন্নিকটে মাধবখালী আমবাগানে পতাকা বৈঠকে ধোপাখালী বিওপির কমান্ডার হাবিলদার আব্দুল হালিম বিজিবির পক্ষে ও মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই এসকে মণ্ডল বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন।