স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুরের অতি পরিচিত ব্যক্তি নুর মোহাম্মদ জোয়ার্দ্দার টেংরা আর নেই (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল রোববার রাত পৌনে ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ সোমবার বাদজোহর তার দাফন সম্পন্ন হবে।
জানা গেছে, জাফরপুরের মৃত মুনসুর আলী জোয়ার্দ্দারের ছেলে নুর মোহাম্মদ জোয়ার্দ্দার (৮৬) বছরখানেক ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদজোহর নুরনগর-জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে জাফরপুর জামে মসজিদ সংলগ্ন গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।