গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গতকাল রোববার বিকেলে ৩০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- এ উপজেলার কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার সাকিরুল ইসলাম ও শহিদুল ইসলাম। তবে দুজনেই ফেনসিডিল বহনকারী বলে জানিয়েছেন ফেনসিডিল উদ্ধাকারী ভবানীপুর গ্রামের এএসআই ফজর আলী। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুজন ফেনসিডিল নিয়ে ভবানীপুর গ্রাম পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফজর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় গ্রামের মোলাম হোসেনের বাড়ির সামনে থেকে তাদেরকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এর মালিককে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ফজর আলী।