চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে সভা ও দোয়া মাহফিল : স্মরণীয় বরণীয়দের প্রতি শ্রদ্ধা জানাতেই পেশায় প্রয়োজন স্বচ্ছতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে গতকাল শনিবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভা শেষে প্রয়াত সদস্যদের ফ্রেমে বাঁধানো ছবি দেয়ালে লাগানো হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেরও আয়োজন ছিলো স্মরণসভায়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার আল আমিন। প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, একেএম মুসা, নজির আহম্মেদ, মোহাম্মদ আলী, দাউদ হোসেন, সাইফুল ইসলাম পিনু, ফিরোজ খান, ওদুদ হোসেন, তারেক এনামুলসহ সকল প্রয়াত সাংবাদিকের স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, করতোয়া প্রতিনিধি শরীফ উদ্দীন হাসু, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল আই জনকণ্ঠ প্রতিনিধি রাজীব হাসান কচি, সংবাদ প্রতিনিধি মাহফুজ খান, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফাইজার চৌধুরী, তথ্য প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ। স্মরণসভা উপস্থাপনায় ছিলেন মরিয়ম শেলী। দোয়া পরিচালনা করেন বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম জাহিদ হাসান।
সভায় প্রয়াত সদস্যদের স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, তারাই আমাদের অগ্রজ, অনুকরণীয়। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে চুয়াডাঙ্গায় সাংবাদিকতা পেশাকে নিরাপদ করার পাশাপাশি সাংবাদিকদের ভাবমূর্তি উজ্জ্বল রাখার দায়িত্ব আমাদেরই। তারা আমাদের স্মরণীয় বরণীয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেশায় প্রয়োজন স্বচ্ছতা। আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তাদের, যারা আমাদের প্রেসক্লাবকে নিজের পায়ে দাঁড় করিয়ে রেখে গেছেন। দেখিয়ে গেছেন পথ। তাদের স্মরণে প্রতি বছর নিয়মিত স্মরণসভা আয়োজনেরও তাগিদ দিয়ে বক্তারা বর্তমান কমিটির কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন।