স্টাফ রিপোর্টার: আপোশে আড়াল হয়ে গেলো ৬ মাসের শিশু কন্যার মা তানিয়া আকতারের মৃত্যু রহস্য। শিশু সন্তান সুমাইয়ার নামে ১৯ শতক জমি লিখে দেয়াসহ তানিয়া আক্তারের পিতার নিকট থেকে নেয়া মোটরসাইকেলসহ যাবতীয় মালামাল ও টাকা ফেরত দেয়ার শর্ত মেনে নেয়ায় শেষ পর্যন্ত মামলা হয়নি। ফলে ময়নাতদন্ত ছাড়াই তানিয়ার মৃতদেহ নেয়া হয় পিতার বাড়ি কয়রাডাঙ্গায়।
গতপরশু রাতে তানিয়ার স্বামীর বাড়ি দামুড়হুদার ভগিরথপুর থেকে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর নিকজনেরা ফিরে যায়। গতকাল সকাল থেকেই শুরু হয় তানিয়ার পিতা পক্ষের সাথে আপোশের প্রক্রিয়া। তানিয়ার পিতা শেষ পর্যন্ত মামলা থেকে বিরত থাকায় আড়াল হয়ে যায় তানিয়ার মৃত্যু রহস্য।