স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রার্থিতা দাখিল।
মনোনায়ন সংগ্রহের নির্ধারিত সময়ের পূর্বেই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সংবাদিক মাহতাব উদ্দীন ও সাধারণ সম্পাদক সরদার আল আমিন সকল সদস্যকে প্রেসক্লাবে আহ্বান জানিয়ে ঐক্যমতের গুরুত্বারোপ করেন। এ আলোচনা অব্যাহত রাখার তাগিদ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩ পদে ২৭ জন মনোনায়ন সংগ্রহ করেছেন। একজন বাদে দুটি পৃথক প্যানেলের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
সে হিসেবে আজাদ মালিতা-ফাইজার চৌধুরী প্যানেলে সভাপতি পদে সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আজাদ মালিতা, সহসভাপতি পদে এনটিভি ও মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টিভি, রেডিও টুডে প্রতিনিধি ফাইজার চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফ, অর্থ সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুস সালাম, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক নওরোজ প্রতিনিধি ইসলাম রকিব, দফতর সম্পাদক দেশ টিভি প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, ৫টি সদস্য পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, চ্যানেল আই ও জনকণ্ঠ প্রতিনিধি রাজিব হাসান কচি, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি রফিক রহমান, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান।
পৃথক প্যানেলটি হলো শরীফ উদ্দীন হাসু- রাজন রাশেদ প্যানেল। এ প্যানেলে সভাপতি পদে সাবেক সভাপতি দৈনিক করতোয়া প্রতিনিধি শরীফ উদ্দীন হাসু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাসির উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক বিটিভি প্রতিনিধি রাজন রাশেদ, সহসাধারণ সম্পাদক দিন বদলের সংবাদ সম্পাদক রিচার্ড রহমান, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক তথ্য প্রতিনিধি জাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দৈনিক আলোর জগত ও সকালের খবর প্রতিনিধি মাহফুজ মামুন, দফতর সম্পাদক দৈনিক আজকের আলো প্রতিনিধি কামরুজ্জামান সেলিম। সদস্য ৫টি পদে আজকের খাসখবর ও খোঁজখবর সম্পাদক জেড. আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালের কণ্ঠ প্রতিনিধি মানিক আকবর, বৈশাখী টিভি প্রতিনিধি মরিয়ম শেলী, ৭১টিভি প্রতিনিধি এমএ মামুন, দৈনিক এশিয়াবাণী প্রতিনিধি নাসির উদ্দীন জোয়ার্দ্দার। এছাড়াও চ্যানেল ২৪ টিভি প্রতিনিধি রেজউল করিম লিটনের নামে সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। গতরাতে রেজাউল করিম লিটনের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো পক্ষেই নেই। প্রার্থী হবো কি-না তারও ঠিক নেই।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন ব্যালটে প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. সোহরাব হোসেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ১৩ পদে ২৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ : দুটি প্যানেলে ভোটযুদ্ধের সম্ভাবনা
